রূপগঞ্জে পারটেক্স পেপার মিলে বিস্ফোরণে নিহত-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পারটেক্স গ্রুপের একটি কারখানায় গ্যাসের সংযোগ লাইনে ভয়াবহ বিস্ফোরন ঘটেছে। এতে ঘটনা স্থলেই একজন সহ প্রতিষ্ঠানের ৭কর্মকর্তা কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়েকজনের শরীরের অঙ্গপতঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪ টায় উপজেলার হাটাবো এলাকার পারটেক্স গ্রুপের পারটেক্স পেপার মিলের গ্যাস কন্টোলরুমে এ বিস্ফারন ঘটে। বিষ্ফোরনের কারনে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পারটেক্স গ্রুপের সকল ইউনিটের কর্মরত শ্রমিকরা ছুটোছুটি করে কারখানা থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। এ ঘটনার পরপর উপজেলার কাঞ্চন, হাটাব সহ উত্তরাঞ্চলের গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সিদ্দিকুর রহমান জানান, শনিবার বিকেল ৩ টার দিকে পারটেক্স গ্রুপের গ্যাসের নিযুক্ত ঠিকাদার বাবুল প্রতিষ্ঠানের দুজন প্রকৌশলীসহ কয়েকজন শ্রমিক নিয়ে পারটেক্স পেপার মিলের গ্যাস লাইনের প্রেসার পরিক্ষা করতে কন্ট্রোল রুমে যায়। বিকেল পৌনে ৪ টার দিকে সেখানে ভয়াবহ শব্দে বিস্ফারন ঘটে। এতে মূহুর্তের কন্ট্রোলরুমটি বিধ্বস্ত হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান পেপার মিলের মেকানিক্যাল বিভাগের সিনিয়র ওয়েল্ডার খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে এবাদত হোসেন(৩০)।

এতে আহত হয় পেপার মিলের সহকারী প্রকৌশলী কুমিল্লার মুরাদনগর থানাধীন কাগাডুয়া এলাকার মৃত আবু তালেবের ছেলে আতিকুল্লাহ মিঠু, নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন মাধবসিং এলাকার মতিনের ছেলে মহসিন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন হাটাব আতলাশপুর এলাকার শামসুল হকের ছেলে আবু তাহের, শ্রমিক মনির হোসেন, শ্রমিক ঠিকাদার বাবুল মিয়া, নিরাপত্তাকর্মী আবুল কালাম ও হাবিব। আহতের স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে জানান মিলের সিকিউরিটি অফিসার হাবিব মিয়া। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এদিকে গ্যাসের পাইন লাইন বিস্ফোরনের ঘটনায় পুলিশ ও শিল্প পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও তিতাস গ্যাসের কোন লোকজন ঘটনাস্থলে আসেননি। এ কারণে স্থাণীয় অনেকেই অভিযোগ করেন বিতরন লাইনে কোন কারসাজির কারনে এমন ভয়াবহ বিস্ফোরন ও হতাহতের ঘটনা ঘটেছে। তবে প্রতিষ্টানের প্রধান প্রশাসনিক কর্মকর্তা এ অভিযোগ সম্পূর্নভাবে অস্বীকার করে দাবি করেন বিভিন্ন প্রতিষ্টানে অবৈধ গ্যাস সংযোগ থাকলেও তাদের গ্যাস লাইন সম্পূর্ন বৈধ।

এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, গ্যাসের মেইন লাইন থেকে সরাসরি কারখানায় সংযোগ দেয়া গ্যাস সংযোগ এর  প্রেসার পরিক্ষা করার দায়িত্ব তিতাস গ্যাসের কর্মকর্তা বা দক্ষ প্রকৌশলী দ্বারা করা হয়ে থাকে। কিন্তু কারখানা কতৃপক্ষ অদক্ষ লোকজন দিয়ে তা পরিক্ষা করতেছিল। সেজন্য এ বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, গ্যাস পাইপ বিস্ফোরনে হতাহতের খবর  পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত