নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সরকারী কাজে বিঘ্ন ঘটানোর কারনে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজের মালিক সংরক্ষিত ইউপি সদস্য রেহানা আক্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, বুধবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাতৃত্বকালীন ভাতা, গর্ভকালীন ভাতা প্রদান করাসহ ইন্টারনেটের মাধ্যমে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সরকারী কাজ করার সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানটি। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকারী কাজে বিঘœ ঘটায়। পরে পুলিশ বুধবার সন্ধ্যায় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজের মালিক সংরক্ষিত নারী সদস্য রেহানা আক্তারকে গ্রেফতার করে। পরে রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ১২ ধারায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। পরে প্রতিষ্ঠাননের মালিক রেহানা আক্তার ১ লাখ টাকা পরিশোধ করেন।