রূপগঞ্জে নারীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের লোকজন এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে। বুধবার (১৬ মে) দুপুরে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামরুন্নাহার জানান, একই এলাকার দুলাল, নূর ইসলাম, শামীম, পরি বেগম, হারুন, ফরিদা বেগম, শিমা, শিপনের সঙ্গে তার স্বামী ছাইদুল হকের দীর্ঘদিন ধরে ২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কামরুন্নাহারের বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর করেন। ছাইদুল হক, ভাতিজা ইকবাল, মকবুল হোসেন বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। তাদের ডাকচিৎকারে ছাইদুল হকের ভাই ফাইজুল হক ও কামরুন্নাহার বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন কামরুন্নাহারকে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত সম্পূর্ন মিথ্যে বলে দাবি করেন।

add-content

আরও খবর

পঠিত