রূপগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ই মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা এবং স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কড়ইতলা মঞ্চে শিশু কিশোরদের নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কেক কাটেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এ সময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী আমরা এক সাথে পালন করতে পেরেছি। এটা আমাদের সকলের সৌভাগ্য। আমরা যারা বেঁচে আছি তারা আর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করতে পারবো না।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি আমাদের স্বাধীনতার প্রতিক। ৭ই মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। বঙ্গবন্ধু মানে পরাধীন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের কন্ঠস্বর। তিনি বাঙ্গলী জাতির অবিসংবাদিত নেতা। এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে। বাঙ্গালী জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

add-content

আরও খবর

পঠিত