রূপগঞ্জে দুই কিশোরীকে অপহরণকালে আটক-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দুই কিশোরীকে অপহরণকালে তিন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ মে)উপজেলা কাঞ্চন পৌরসভার পূর্ব কালাদী এলাকায় ঘটে এ ঘটনা। অপহৃত দুই কিশোরীরা হলো, কাঞ্চন পৌরসভার কেন্দুয়া খালপাড় এলাকার মো. সামছুল হকের মেয়ে শারমিন সুলতানা ও কেন্দুয়া এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে মোসা. অনন্যা আক্তার। বিকেলে র‌্যাব-১ সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্যাহ আল মেহেদী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্যাহ আল মেহেদী জানান, শারমিন সুলতানা ও মোসা. অনন্যা আক্তার কাঞ্চন বাজার থেকে কম্পিউটার ক্লাস শেষে বাড়িতে যাবার পথে এশিয়ান হাইওয়ে সড়কের চান টেক্সটাইল এলাকায় পৌঁছালে অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে একটি সিএনজি তুলে নেয়। খবর পেয়ে র‌্যাব-১ এর একটি দল পূর্বকালাদী লস্কর বাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য কেন্দুয়া খালপাড় এলাকার তাহাজদ্দিনের ছেলে আজিজুল হক, আব্দুল লতিফের ছেলে মো. জসিম উদ্দিন ও ভোলাব ইউপির পূবেরগাঁও এলাকার মফিজ উদ্দিনের জজ মিয়াকে একটি ছোরা ও একটি ধারালো ক্ষুরসহ আটক করা হয়।

মেজর আরো জানান, পূর্ব শত্রুতার জেরে অপহরণকারী আজিজুল ইসলাম কিছুদিন পূর্বে অপহৃত শারমীন আক্তারের ছোট বোনকে একই কায়দায় তুলে নেয় এবং সম্ভ্রমহানী ঘটায়। ওই ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে মঙ্গলবার ফের শারমিনকে অপহরণের জন্য ওৎ পাতে তারা। আটক আজিজুল হকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় খুন, ধর্ষণ ও অপহরণসহ একাধিক এবং জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

add-content

আরও খবর

পঠিত