রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া, আহত-৩১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : রূপগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পোষ্টার লাগানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩১ জন আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় অন্যান্য হাসপাতাল গুলোতে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রাসেল ও সাগরকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১ টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কর্মীরা রূপগঞ্জ সদর ইউনিয়নের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তায় পোষ্টার লাগাতে আসলে। পোষ্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী রাসেল ও বিএনপি কর্মী আবু মাসুমের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে উভয়পক্ষই কয়েকদফা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় একপক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের সাগর, তোফাজ্জল হোসেন, রাসেল, সূজন বাবু, রফিকুল ইসলাম, জাকির হোসেন, আল-আমিন, সোহেল, খলিল মিয়া, আমজাদ, মোমেন, আসলামসহ মানিক, আবুল হোসেনসহ ৩১ জন আহত হয়।  এসময় এলাকায় সাধারন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এদিকওদিক ছুটাছুটি করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত