রূপগঞ্জে ত্রাণ দিলেন জিএম কাদের, মন্ত্রী গাজীর সমালোচনায় রাঙ্গা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের আমন্ত্রনে রূপগঞ্জে অসহায়দের মাঝে ত্রান দিলেন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের প্রধান চিপ হুইপ মশিউর রহমান রাঙ্গা ।

এসময়  জিএম কাদের বলেন, করোনা সঙ্কটকালীন মুহুর্তে অনাহারীর ত্রান ও অর্থ নিয়ে যারা কারচুপি করে তাদের চেয়ে বড় অপরাধী কেউ হতে পারে না। অপরাধীদের শুধু শাস্তি নয়, বরখাস্ত করা উচিৎ বলে মন্তব্য করেন। আস্তে আস্তে লকডাউন কে শিথিল করে মানুষের কাজ কর্মের সুযোগ সৃষ্টি এবং জীবিকা অর্জনের সুযোগ করে দেয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (২০ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর এলাকার দেওয়ান লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা মাঠে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের আরো বলেন, আমাদের দেশের জনসংখ্যা এত বেশি যে, আমরা চাইলেও দূরে দূরে থাকতে পারি না। আমাদেরকে কাছে আসতেই হবে। আমাদের দেশের মানুষের অবস্থা এমন যে, একদিন কাজ না করলে দুুইদিন না খেয়ে থাকতে হয়, ফলে মানুষকে কাজ থেকে দুরে রাখা অত সহজ বিষয় নয়।

স্থানীয় সংসদ পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমালোচনা করে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের প্রধান চিপ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন,  স্থানীয় সাংসদ থাকতেও এলাকার লোকজন ত্রানসামগ্রী পায় নাই কারণ সাংসদ এখন মন্ত্রী হয়েছে। মন্ত্রী তার নির্বাচিত এলাকায় আসেনি, কাউকে ত্রানও দেয়নি। তিনি নিজেই সিএমএইচ এ আছে বলেও মন্তব্য করেছেন রাঙ্গা। তিনি আরো বলেন, বাংলাদেশে সর্বপ্রথম রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষনা করেছেন মরহুম সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদস্য সাইফ উদ্দীন, রূপগঞ্জ উপজেলা জাপা সভাপতি মীর আনোয়ার হোসেন, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত