রূপগঞ্জে ঢাকার শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম বন্ধুকযুদ্ধে নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সোমবার মধ্যরাতে মেহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নাদিম (৩৫) র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলার পুর্বাচল উপশহরের বাঙ্গালবাড়ি এলাকায় ৯ নং সেক্টরের একটি ঝোপ থেকে নাদিমের লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ।

র‌্যাব-২ এর বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, সোমবার মধ্য রাতে পূর্বাচল উপ-শহরের ৯ নং সেক্টরের বাঙ্গালবাড়ি এলাকার নির্জন স্থানে নাদিম সহ তার সহযোগীদের ইয়াবার চালান ভাগ বাটোয়ারার সংবাদ পায় র‌্যাব সদস্যরা । পরে তারা সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে রূপগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নাদিমের লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়াবা, একটি শুটার গান, একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নাদিম ওরফে পঁচিশ নাদিম শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকায় ২ নম্বর বলে জানা গেছে। নাদিম ওরফে পঁচিশ নাদিম রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় বসবাস করে আসছে ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান বলেন, লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত