নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিস লাইন দখল নিতে সন্ত্রাসীরা কান্দাপাড়া এলাকাবাসীর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা ডিস অফিসের প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। এ ঘটনায় কান্দাপাড়া এলাকাবাসী ১৬ অক্টোবর বুধবার সকালে উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করে।
এলাকাবাসী জানান, কান্দাপাড়া এলাকার জাহিদ, হানিফ, মকবুল, বাবু, ইয়াকুব, কাউছার, জুয়েলসহ ১০/১৫ জন যুবক কান্দাপাড়া, নামা কান্দাপাড়া, ঐরাবসহ বেশ কয়েকটি এলাকায় বৈধভাবে ডিস লাইন দিয়ে (লাইসেন্স নং ৬০৫) ব্যবসা করে আসছে। অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় ডিস লাইন দখল নিতে বরপা এলাকার জাকারিয়ার নির্দেশে মামুন, আনোয়ার হোসেন, শাহজাহান, হাবিব ইব্রাহিম, আলেক মোল্লাসহ ৩০/৩৫ জন অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ডিস লাইনের ব্যবসায়ীদের উপর হামলা করে। এসময় ডিস লাইনের কন্টোল রুমে ভাংচুর করে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে ডিস লাইনের ব্যবসায়ীরাসহ এলাকাবাসী সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করলে সন্ত্রাসী মামুন পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে এলঅকায় আতংঙ্কের সৃষ্টি করে। এক পর্যায়ে এলাকা বাসী গুলির শব্দে আতংকিত হয়ে ছোটা-ছুটি শুরু করে। পরে সন্ত্রাসীরা চলে যায়। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় কান্দাপাড়া এলাকাবাসী বুধবার সকালে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভকারীরা ডিস লাইন দখল নিতে আসা মামুনসহ তার সহযোগী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।