রূপগঞ্জে ডাকাত সন্দেহে গ্রেফতার-৪, ধারালো অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে ডাকাত সন্দেহে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার বেলা ৩ টায় এক রূপগঞ্জ থানা মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সোনাব এলাকার সাইফুল ইসলামের ছেলে সজিব হাসান, আওলাদ হোসেনের ছেলে পারভেজ মিয়া, মর্তুজাবাদ এলাকার আব্দুল মান্নানের ছেলে হাবিব ভুইয়া ও ভায়েলা ইসলামপুর এলাকার আব্দুর রশিদের ছেলে রতন মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত মঙ্গলবার মধ্য রাতে একদল পুলিশ মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোনাব এলাকায় একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ অভিযান পরিচালনা করে  আটকের চেষ্টা করে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ওই চার ডাকাতকে আটক করে। তাদের সঙ্গে থাকা ডাকাত দলের সদস্য বাদল, জহিরুল, ইকবাল, দেলোয়ার পালিয়ে যায়।

এসময় ডাকাতদের ব্যবহৃত ৫টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার এএসআই ইমরুল হোসেন খাঁন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

add-content

আরও খবর

পঠিত