নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি) : মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শরীফ মিয়া (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, চাপাতি ও বড় ছোড়াসহ আনিছ ও আলআমিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঞ্চন ব্রীজের পশ্চিমপাড়ের ৩’শ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চৌরাস্তা এলাকায় ঘটে এ ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি ) উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ৩’শ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে চৌরাস্তা এলাকায় প্রায় ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে ওই ডাকাতদের আটক করতে গেলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। একপর্যায়ে বন্দুকযুদ্ধের পর শরীফ নামের এক ডাকাত নিহত হয়। এসময় আনিছ ও আলআমিন নামে দুই ডাকাতকে আটক করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানায়, ৩’শ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কসহ আশ-পাশের এলাকা গুলোতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতিসহ অপরাধমুলক কর্মকান্ড বেড়ে গেছে। বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত নিহত হয়েছেন এমন সংবাদে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ডাকাত শরীফের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।