নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধ হাউজিং প্রকল্প কর্তৃক জলাশয় ও কৃষি জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কৃষক ও স্থানীয়রা। বুধবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার কালনী এলাকার এশিয়ান হাইওয়ের(বাইপাস) সড়কে এ কর্মসূচী পালন করেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। কৃষক হুমায়ন কবিরের সভাপতিত্বে কালনী এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, গুলজার মোল্লা, শাহ-আলম, লাল মিয়া, মজিবুর রহমান, জহিরুল, জামান মিয়া।
এসময় কৃষকরা জানান, হাইকোর্ট থেকে জলাশয় ও কৃষি জমি অবৈধ ভাবে বালু ভরাট বন্ধ করে হাউজিং প্রকল্পের অনুমোদিত কাগজ পত্র নিয়ে আদালতে দাখিল করার জন্য হাউজিং প্রকল্পগুলোকে আদেশ দেয়া হয়। কিন্তু আদালতের দেয়া এ আদেশ অমান্য করে ভুমিদস্যুরা হিরনাল, কুলিয়াদী, নোয়াগাও ও কালনী এলাকার কৃষি জমি ও জলাশয়ে বালুভরাট অব্যাহত রেখেছে। এ ব্যাপারে হুমায়ন কবির মিঠু বাদী হয়ে হাইকোর্টে রিটপিটিশন দায়ের করেন। কৃষি জমি ও জলাশয়ে বালু ভরাট বন্ধের দাবি জানিয়েছেন তারা।