রূপগঞ্জে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচারণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমে উঠেছে রূপগঞ্জ ইউপি নির্বাচন।  চলছে প্রচার প্রচারণা। এ ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন  চেয়ারম্যান প্রার্থী ছালাহউদ্দিন ভুঁইয়া।  ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মধূখালী এলাকায়  সিঙ্গাপুর প্রবাসি ইকবাল, সোলাইমান হাসান ও মামুন ইসলামের উদ্যোগে গ্রামবাসিকে নিয়ে নৌকার পক্ষে  প্রচার প্রচারণা চালিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর রাজনৈতিক উপদেষ্টা ও ব্যক্তিগত সহকারী এমদাদুল হক এমদাদ,  উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ,  উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,  চেয়ারম্যান পদ প্রার্থী সালাহউদ্দিন ভুঁইয়া, সাংবাদিক মাহবুব আলম প্রিয়,  রাজিব মিয়া, সাইদুল ইসলাম, হাসেম মিয়াসহ অন্যান্যরা। তার প্রতিদ্বন্দিতায় মোটর সাইকেল মাঠে আছে কবির হোসেন।

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনী প্রচারণায় গ্রামবাসির পক্ষে বক্তব্য রাখেন, সাংবাদিক মাহবুব আলম, মামুন ইসলাম, জামান মিয়া, সাইফুল ইসলাম ও আক্তারুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, পূর্বাচলের ৩ নং সেক্টরের নিকটে হওয়া  এ গ্রামের চারদিকে বিভিন্ন আবাসন কোম্পানী বালি ফেলে ভরাট করে দিয়েছে। এখন বসত ঘর দখলের কিংবা নামে মাত্র মূল্যে কেনার পায়তারা করছে। তাই বসত ঘর রক্ষায় দাবীতে  মন্ত্রী গাজীর হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় চেয়ারম্যান  নির্বাচিত হলে জনগণের পাশে থেকে বসত ঘর রক্ষার পক্ষে থাকার অঙ্গিকার করেন চেয়ারম্যান পদ প্রার্থী সালাহউদ্দিন ভুঁইয়া।

এদিকে গ্রামবাসির বসতঘর রক্ষায়  মন্ত্রীর আশ্বাসের তথ্য জানিয়ে এমদাদুল হক এমদাদ বলেন, আপনারা কেউ জমির  দালালি করবেন না তাছাড়া নিজেদের ভিটে বা জমি বিক্রি করবেন না।তাহলে কোন শক্তি জোড় জুলুম করতে পারবে না। পাট ও বস্ত্র মন্ত্রী সব সময় এ গ্রামবাসির পক্ষে থাকবেন।

add-content

আরও খবর

পঠিত