নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি বাড়িতে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের ৬ জন সদস্য দগ্ধ হয়েছেন৷ শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় এই ঘটনা ঘটে বলে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুক রহমান জানান৷
দগ্ধ পোশাক শ্রমিক মো. বাবুল (৪০), তার স্ত্রী শেলী (৩৫), চার সন্তান সোহেল (২০), মুন্নি (১৮), ইসমাইল (১১) ও তাসলিমা (৯) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন৷
দগ্ধদের মধ্যে সোহেলের শরীরের ৭০ শতাংশ, বাবুলের ৬৬ শতাংশ, তাসলিমার ৬৩ শতাংশ, ইসমাইলের ৫৫ শতাংশ, শেলীর ৩০ শতাংশ এবং মুন্নির ২০ শতাংশ পুড়ে গেছে বলে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান৷
রাত সাড়ে বারোটার দিকে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়৷ চিকিৎসাধীন ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান জানান, শ্রমিক পরিবারটি ডহরগাও এলাকার একটি টিনসেড বাড়িতে থাকেন৷ রাতে মশার কয়েল জ্বালিয়ে তারা ঘুমিয়ে পড়েন। সেই কয়েল থেকে বিছানায় আগুন লেগে যায়।
সবাই ঘুমিয়ে থাকার কারনে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ছয়জন দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজধানীর বার্ণ ইনিস্টিউটে নিয়ে যায়৷