নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ হয়ে বিষ্ফোরণের ঘটনায় তরিকুল ইসলাম (৩০) নামে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মৃতের সংখ্যা ৩।
নিহত অন্য দুইজন হলেন, মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে শামীম (৩০) ও ঝালকাঠি জেলার নলছটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫)। তারা তিনজনই স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক। এছাড়াও আরো ৩ জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা হলেন, লিয়াকত আলী (৪০), হযরত আলী (৩২), আরিফুর রহমান (৪২)।
উল্লেখ্য, সোমবার ভোররাতে উপজেলার ভুলতা সাওঘাট এলাকায় রাবেয়া আক্তার মিলির বাড়িতে এ বিষ্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে তিনতলা বিশিষ্ট ভবনটি নিচতলার একাংশ পুরোপুরি ভেঙে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৩ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়ে চিকিসাধীন রয়েছেন।
ঘটনাস্থল থেকে রূপগঞ্জ কাঞ্চন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শবেবরাত উপলক্ষে কলকারখানা বন্ধ থাকায় গ্যাসের প্রেসারটা বেশি ছিলো। হয়তো বিস্ফোরক জাতীয় দ্রব্য বা আগুনের সংস্পর্শে এসে গ্যাস বিস্ফোরণ ঘটতে পারে।
বিস্ফোরণে তিনতলা বিশিষ্ট ভবনটি নিচতলার একাংশ পুরোপুরি ভেঙে গেছে। যেকোনো সময় পুরো ভবনটি ধ্বসে পড়তে পারে। তাই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করে সতর্কীকরণ সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।