রূপগঞ্জে গৃহহীন পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ ইউএনও এর উদ্যোগে অসহায় ও গৃহহীন পরিবারকে ২ বান টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুড়–পাড়া ইউনিয়নের নারসিংগল এলাকার গৃহহীন একটি পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

ইউএনও মমতাজ বেগম জানান, মুড়াপাড়া ইউনিয়নের নারসিংগল এলাকার এক দম্পতি জীবন সাহা ও তার স্ত্রী রেখা রোবার সকালে তাদের ঘর না থাকায় রূপগঞ্জ ইউএনও মমতাজ বেগমের কাছে সাহায্য চেয়ে আবেদন করেন। পরে ইউএনও মমতাজ বেগম সঙ্গে সঙ্গে নারসিংগল এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান পলিথিন কাগজ দিয়ে মোড়ানো একটি ঘরের আকৃতি করে তারা সেখানে বসবাস করতেছেন। পরে আবেদনের ৩ ঘন্টার মধ্যে গৃহহীন পরিবারকে ইউএনও এর নিজ হাতে ২ বান টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করেন।

ইউএনও মমতাজ বেগম আরো জানান, শীতে কাপছে পুরো দেশ। এ প্রচন্ড শীতের মধ্যে একটি পরিবার সামান্য পলিথিনে মোড়ানো একটি ঘরে ছোট ছোট দুইটি বাচ্চাকে নিয়ে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। আসলে এ বিষয়গুলো আমি মানতে পারিনা। যখন তারা আমার কাছে আবেদন করেন তখন আমি স্তম্ভিত হয়ে যাই। পরে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে অল্প সময়ের মধ্যে টিন ও কিছু অর্থের ব্যবস্থা করে দেয়া হয়। হতদরিদ্র ও অসহায় মানষের সব ধরনের সেবা দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন থাকবেনা।

add-content

আরও খবর

পঠিত