রূপগঞ্জে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শশুর বাড়ির লোকজন খাদিজা আক্তার (২২) নামে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনার পর থেকে বাড়ির লোকজন পলাতক রয়েছে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। বুধবার (৩১ অক্টোবর) সকালে লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

খাদিজা আক্তারের বোন রুমা আক্তার জানান, গত ৭ বছর আগে রূপগঞ্জ উপজেলার লালমাটিয়া এলাকার আমির উদ্দিনের ছেলে সিরাজ মিয়ার সঙ্গে ময়মনসিংহ জেলার টঙ্গী থানার মদিনাপাড়া এলাকার হান্নানের মেয়ে খাদিজা আক্তারের বিয়ে হয়। তাদের জুঁই নামে ৫ বছরে সন্তান রয়েছে। কয়েক মাস ধরে ফাতেমা বেগম নামে এক নারীর সঙ্গে সিরাজ মিয়ার সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকেই খাদিজাকে তার বাপের বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে করে। সিরাজ মিয়া, প্রায়ই খাদিজা আক্তারের উপর অমানুষিক নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে গত ৩ মাস আগে খাদিজা তার বাপের বাড়ি চলে যায়। গত দুই দিন আগে খাদিজা স্বামীর বাড়ি লালমাটিয়ায় ফিরে আসে। বুধবার সকালে খাদিজা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর ৫ বছরের সন্তান জুইকে নিয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, খাদিজা আক্তারের স্বামী সিরাজ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।  তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজাউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত