রূপগঞ্জে গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাড়ি ঘরে হামলা করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটে নিয়ে  গৃহবধূকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ই জুলাই সোমবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের লক্ষ্যা শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূর স্বামী ইলিয়াছ মিয়া জানান, একই এলাকার দীল মোহাম্মদ ও সামছুল হকদের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।  সোমবার সকালে ঐ বিরোধের দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে দীল  মোহাম্মদ, সামসুল হকসহ আরো ৬/৭ জন ইলিয়াছ মিয়ার বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে এবং আলমারী ভেঙ্গে ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। এতে  বাধা দেয়ায় তার স্ত্রী জৈবুন্নেছাকে রড দিয়ে পিটিয়ে  গুরুতর জখম করে হামলাকারীরা। পরে প্রতিবেশিরা তার চিৎকার শুনে আহত জৈবুন্নেছাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য  কম্পলেক্সে ভর্তি করেন।  এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত