রূপগঞ্জে গৃহবধুকে কুপিয়ে জখম করলো স্বামী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মাদক সেবন করতে বাঁধা ও দ্বিতীয় বিয়ের কথা জিজ্ঞেস করায় স্বামী আবুল হোসেন ও ওনার দ্বিতীয় স্ত্রী মিলে, তারপ্রথম স্ত্রী শিমু আক্তারকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৪ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার কুড়িয়াইল এলাকায় এ ঘটনা ঘটে । গৃহবধু শিমু আক্তার  কুড়িয়াইল এলাকার মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে।

নির্যাতিত গৃহবধু শিমু আক্তারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালে একই এলাকার বাদশা মিয়ার ছেলে আবুল হোসেনের সঙ্গে শিমু আক্তারের বিয়ে হয়।  বিয়েতে আসবাবপত্র ও  স্বর্ণালংকারসহ প্রায়  দুই লাখ টাকা প্রদান করা হয়। বিয়ের কিছুদিন পর গৃহবধূ জানতে পারে তার স্বামী মাদকসক্ত। গৃহবধূ তার স্বামীকে মাদক সেবনে বাঁধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।  মাদক সেবনে বাঁধা দিলে শিমু আক্তারকে  প্রায়ই তার স্বামী নির্যাতন করতো।  ইতিমধ্যে গৃহবধূ শিমু আক্তার জানতে পারেন জহুরা আক্তার আখি নামে অপর এক নারীকে তার স্বামী বিয়ে করেছেন।

মঙ্গলবার সকালে দ্বিতীয় বিয়ের ব্যপারে জানতে চাইলে, আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে স্বামী ও তার স্বামীর দ্বিতীয় স্ত্রী মিলে শিমু আক্তারকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন শিমু আক্তারকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি দেখব।

add-content

আরও খবর

পঠিত