রূপগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৩৮ হাজার ৪ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকেলে র‌্যাব-১ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আলম মেহেদী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো গাজীপুর জেলার জয়দেবপুর থানার মৃত শাহজাহান মিয়ার ছেলে মোবারক হোসেন, ধীরাশ্রম এলাকার নূর ইসলামের ছেলে আহসান উল্লাহ, সদর থানার মৈরন থানার আব্দুল বারেকের ছেলে আব্দুল সেলিম।

র‌্যাব জানায়, শুক্রবার সকালে র‌্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার তাইজুদ্দিন প্রধানের বাড়ির সামনে এশিয়ান হাইওয়ে রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাক ৩৮ হাজার ৪’শ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮ হাজার ৬’শ ৩০ টাকা, ০৫ টি মোবাইল সেট ও ০৯টি সিমকার্ডসহ হাতেনাতেসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত মাদক ব্যবসায়ীরা ইতোপূর্বে একাধিকবার কক্সবাজার হতে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদকদ্রব্যের চালান সংগ্রহপূর্বক গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উল্লেখ্য, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত