রূপগঞ্জে কিশোর অপহরণ, মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইয়াকুর (১৫) নামে এক কিশোরকে অপহরন করা হয়েছে। অপহরনকারীরা অপহৃতের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। রবিবার (২৪ মার্চ) বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা এলাকা থেকে কিশোরকে অপহরন করা হয়।

অপহৃতের মা মরিয়ম বেগম জানায়, রবিবার বিকালে ইয়াকুব মিয়া বাড়ি থেকে বের হলে যথা সময়ে বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোজাখুজি করে কোথাও না পেয়ে রূপগঞ্জ থানা পুলিশকে অপহরনের বিষয়টি জানায়। অপহরনকারীরা ইয়াকুবের মোবাইল ফোন থেকে তার মায়ের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে অপহরনকারীরা ইয়াকুবকে হত্যা করার হুমকি দেয়। অপহরনের ঘটনায় সোমবার সকালে মরিয়ম বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমি জেনেছি। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলমকে দ্রুত উদ্ধার করার জন্য বলা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত