নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শামিম মিয়া (১৫) নামে এক কিশোরকে ভারতে পাচার করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোনে পরিবারকে জানানো হয় ঐ কিশোরকে ভারতে পাচার করা হয়েছে। এর আগে, গত ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে উপজেলার বরপা সুতালড়া এলাকা থেকে দুই বন্ধু ডেকে নিয়ে যায় কিশোরকে। পাচারের শিকার শামিম মিয়া নেত্রকোনার জেলার সদর থানার মেদগী ইউনিয়নের উল্লি হাটি গ্রামের জালাল মুন্সীর ছেলে। দীর্ঘ দিন ধরে তারা সুতালড়া এলাকার বসবাস করে জালাল মুন্সী অন্তিম নিটিং অ্যান্ড ডাইং কারখানায় রং মিস্ত্রি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
জালাল মুন্সী জানান, গত ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বরপা সুতালড়া এলাকার বাসা থেকে রাজু ও রাকিব নামে দুই সহযোগী তার ছেলে শামিম মিয়াকে ডেকে নিয়ে যায়। এরপর শামিম আর বাড়ি ফিরেনি। চার দিন ধরে বিভিন্ন স্থানে খুজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। ১৩ ফেব্রুয়ারী শনিবার রাতে শামিমের বন্ধু দিদার মিয়ার কাছে একটি ফোন আসে। ঐ ফোনে শামিম জানায়, তাকে ভারতে পাচার করে দেয়া হয়েছে। তিনি অনেক কষ্টে রয়েছেন। অনেক টাকা দরকার এই বলে মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ধরনের ঘটনার বিষয় আমার জানা নেই। বিষয়টি খোজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।