রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে ৪৯ জন এবং হাসপাতালে ৩ জন মারা যায়।

সজীব গ্রুপের এম এ হাসেম সাংবাদিকদেরকে বলেন, কারখানাটিতে প্রায় ৬০০-৭০০ জন শ্রমিক কাজ করতেন। তিনি আরো বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার ছেলে মেয়েদের পাশে থাকতে। এটা একটা দূর্ঘটনা। ফ্যাক্টরির সবগুলো ইউনিট চালু ছিলো না। লোকজন কম ছিলো। তারপরেও যারা ছিলো তারা সবাই চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে, কিন্তু পারেনি। হাসেম দাবি করেন, বিল্ডিংয়ে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল।

লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার পরপরই কারখানা ভবন থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। পরে আগুন থেকে বাঁচতে কারখানার তৃতীয় তলা থেকে লাফ দেয়া আরেকজন আহত শ্রমিক রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

৮ই জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।  আহতদের মধ্যে ১০ জনকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেলে এবং ১৬ জনকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।

অগ্নিকাণ্ডে আহতদের অনেকেই ছাদে আশ্রয় নেন এবং ছাদ থেকে লাফিয়ে পড়েন। দুর্ঘটনার সময় কারখানার ভেতরে ঠিক কতজন উপস্থিত ছিল তা এখন পর্যন্ত জানা যায় নি।

add-content

আরও খবর

পঠিত