রূপগঞ্জে করোনায় ৩ নারীর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩৮ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৮ জন নারী পুরুষ। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৯৫ জন। তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুরজাহান আরা বেগম।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন : উপজেলার আতলাশপুর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫০), বরপা এলাকার বোরহান মোল্লার স্ত্রী খালেদা বেগম (৫৫) তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। অন্যজন মিলি (৩৫), সে বরপা এলাকায় বসবাস করতো। তার গ্রামের বাড়ি রংপুরে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ২৮ই মার্চ তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তারা বাড়িতে চিকিৎসা গ্রহণ করতে থাকে। পরে তাদের শারিরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রাজধানীর কুর্মিটোলা ও মুগদা হাসপাতালে ভর্তি করা হলে। তারা সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিল। গত সোমবার রাতে তারা ৩ জনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে গত মঙ্গলবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের লাশ পরিবারের কাছে হন্তান্তর করলে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়। এদিকে গত ৬ই মার্চ উপজেলায় মোট ৫৬টি নমুনা পরিক্ষা করা হয়। এদের মধ্যে ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়।

add-content

আরও খবর

পঠিত