রূপগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য নিয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম কর্তৃক থানা ভবনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। ৩০ অক্টোবর শনিবার আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা বের করা হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।

সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণসম্পাদক মোঃমকবুল হোসেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না ও তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ থানার আইনশৃঙ্খলার উন্নতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আগামী ১১ নভেম্বর রূপগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলাবাহিনীর আরো সক্রিয় হতে হবে।
পরে শোভাযাত্রা নিয়ে রূপগঞ্জ থানার ভবনের আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত