নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগ উঠেছে স্থানীয় শুটার অলি ও তার অনুসারীদের বিরুদ্ধে। তার এরুপ অপকর্মে অতিষ্ঠ হয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে এলাকাবাসী ও শিক্ষার্থী মাসুদ রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, বস্ত্র ও পাট মন্ত্রাণালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এপিএস কামরুজ্জামান হীরার সহযোগী ও আওয়ামী লীগের দোসর শুটার অলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্রদের উপরে হামলা চালিয়েছে ও হত্যা করেছে। সে এক সময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। অথচ সে এখন নিজেকে যুবদলের কর্মী দাবি করে। যুবদল কর্মী পরিচয় দিয়ে সে মাদক ব্যবসা, চাঁদাবাজি, লুটপাট সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করেলে উল্টো হামলা ও মামলার শিকার হচ্ছে। তাকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে বিচারের দাবি জানাই।
এলাকাবাসী সেলিম মিয়া বলেন, আওয়ামী লীগের দোসর শুটার অলিকে সম্প্রতি যুবদলের কর্মী সাজিয়ে একটি মহল তাকে রক্ষা করার চেষ্টা করছে। অথচ তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সে নিরীহ মানুষের জমি দখল, ঘরবাড়ি ভাঙচুর, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর ধারাবাহিকতায় গত ৩ মে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং এলাকার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালায় এবং চাঁদা দাবি করে। এ সময় চাঁদার টাকা না দেওয়ায় চুন্নু, তানভীর, রাশিদা, আসিফ ও মফিজ সহ ওই এলাকার কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী রাশিদা বেগম, চুন্নু খা ও তানভীর বাদী হয়ে রূপগঞ্জ থানায় তিনটি লিখিত অভিযোগ করেছে। তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মফিজ, মো. শফিক, বাবু, মো. রনি, মো. ফেরদৌস, মো. সুমন মো. আসিক, মো. সাদ্দাম, মো. মনির, মো. তানভীর, মো. নোয়াব, মো. সোহেল, মো. মিন্টু, মো. মাসুদ, মো. নাহিদ সহ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩ মে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং এলাকার শুটার অলি তার বাহিনী নিয়ে সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করে ও বাড়িঘরে হামলা চালায়। এ সময় চাঁদা না দেওয়ায় চুন্নু, তানভীর, রাশিদা, আসিফ ও মফিজ সহ ওই এলাকার কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাশিদা বেগম, চুন্নু খা ও তানভীর বাদী হয়ে রূপগঞ্জ থানায় তিনটি লিখিত অভিযোগ করেছে।