নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে এক হাজার ফায়ার ফাইটার মোটরসাইকেল উপহার দিয়েছে চীন সরকার। দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানো ও তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আধুনিক এ ফায়ার ফাইটার মোটরসাইকেল।
বৃহস্পতিবার (২ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রূপগঞ্জের পূর্বাচল ক্যাম্পাসে চীন সরকারের পক্ষ থেকে এসব মোটর সাইকেলের বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. চ্যাং উই।
এসময় রাষ্ট্রদূত মি. চ্যাং উই বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। বন্ধুত্বের ধারাবাহিকতায় দুই দেশের মাঝে অসংখ্য উন্নয়ন, নির্মাণসহ ব্যবসা বাণিজ্য চলমান রয়েছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অগ্নি দুর্ঘটনায় চীন সরকার দারুণভাবে শোকাহত। বন্ধু রাষ্ট্রকে সহায়তা স্বরূপ বাংলাদেশ ফায়ার সার্ভিসকে চীনের এ উপহার।
ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, দেশের যেকোনো জাতীয় দুর্যোগে চীন সর্বদা আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। রানা প্লাজার দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে এ্যাম্বুলেন্স, গাড়ি, এক্সক্লেভেটরসহ বিভিন্ন অগ্নিনির্বাপন ও উদ্ধার সামগ্রী যন্ত্রাংশ উপহার দিয়েছেন। এ ধারা আজো অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিকায়নে উন্নত এ ফায়ার ফাইটার মোটরসাইকেল উপহার দেয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা পরিচালক চীন সরকারকে ধন্যবাদ জানান।