রূপগঞ্জে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও সাংবাদিকদের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও এর সংক্রমন থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ এবং সাধারন মানুষকে ঘরে ফেরাতে কী কী করণীয় এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে আলেচনা হয়। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা কমিটিকে ব্যক্তিগত সুরক্ষা সারঞ্জাম (পিপিই পাসোনাল প্রটেক্টটিভ ইকুয়েভমেন্ট) দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর পক্ষে প্রতিনিধিত্বকারী মেজর সাজ্জাদ, সহকারী কমিশনার (ভুমি ) তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তসলিম হোসেন, বাংলাদেশের খবরের ইমদাদুল হক দুলাল, আনন্দ টিভির রাসেল মাহমুদ, সময়ের আলোর রোবেল মাহমুদ, স্বদেশ প্রতিদিনের শাহেল মাহমুদ প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত