নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র(ইশা) ছাত্র আন্দোলনের সদস্যরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রূপসী-কাঞ্চন সড়কে ইশা ছাত্র আন্দোলন মুড়াপাড়া কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে কলেজ প্রশাসনের কাছে তিন দফা দাবি পেশ করা হয়।
দাবিগুলো হলো, কলেজে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের অবাধ কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে ও অবিলম্বে বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাসহ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক বিচার এবং নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছিলেন- ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সিব্বির আহমাদ, সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান প্রমুখ।