রূপগঞ্জে ইট দিয়ে গৃহবধূর শরীর থেঁতলে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ পারিবারিক কলহের জের ধরে শশুর বাড়ির লোকজন রানী বেগম নামে এক গৃহবধূকে ইট দিয়ে শরীর থেতলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলার আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ রানী বেগম উপজেলার বলাইখা এলাকার আব্দুর নূরের মেয়ে।

গৃহবধূর পিতা আব্দুর নূর জানান, ৮ বছর আগে উপজেলার আমলাবো এলাকার শরাফতুল্লাহ ছেলে মুছা মিয়ার সঙ্গে বলাইখা এলাকার আব্দুর নূরের মেয়ে রানী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শশুর বাড়ির লোকজনের সঙ্গে রানী বেগম ও স্বামী মুছা মিয়ার পারিবারিক কলহ চলে আসছে । বুধবার সকালে মুছা মিয়ার ভাই শহীদ, হাবিবুল্লাহ, বোন আমেনা আক্তার, শিরিনা, রিনা আক্তারের সঙ্গে গৃহবধূ রানী বেগমের পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে শশুর বাড়ির লোকজন গৃহবধূ রানী বেগমের শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে থেতলে জখম করেন।  পরে স্থানীয়রা রানী বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত