রূপগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ; আসন্ন সন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে  নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষ থেকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাবেক  স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান ও শিল্পপতি নুরুজ্জামান খানের নিজস্ব অর্থায়নে হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে  ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে। গত ৬ এপ্রিল শুক্রবার  উপজেলার পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে  ১ হাজার পরিবারের মাঝে পোলার চাল, ডাল, চিনি, তেল বিতরণ করেন শিল্পপতি নুরুজ্জামান খান।  এসময় উপস্থিত ছিলেন , কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, কর্ণেল কামরুজ্জামান, প্রফেসর শহিদুল্লাহ ভুইয়া, স্কয়ার হসপিটালের কনসালটেন্ট মেজবাহ উদ্দিন আহমেদ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউপি সদস্য মতিন, সমসের আলী খানসহ আরো অনেকে।

পরে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

add-content

আরও খবর

পঠিত