নারায়গঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে তিনটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সংযোগ বিছিন্নের পর এ জরিমানা করেন। কারখানা গুলো হলো, তারাব সুলতানা সেতু এলাকার আলমস ক্যাফে রেস্টুরেন্ট, অপুর্ব ডাইং কারখানা ও রিলেক্স মশার কয়েল কারখানা।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস জোবিঅ সোনারগাঁও জোন যাত্রামুড়া শাখার ডেপুটি ম্যানেজার মশিউর রহমান, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, উপ-সহকারী প্রকৌশলী কাউসার আলম পলাশ, সারোয়ার হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ।
ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, তারাব এলাকায় আলমস ক্যাফে রেস্টুরেন্ট, অপুর্ব ডাইং কারখানা ও রিলেক্স মশার কয়েল কারখানায় অবৈধ ভাবে তিতাস গ্যাস সংযোগ নিয়ে কারখানা চালিয়ে আসছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে জানানো হয়। সোমবার বিকেলে ওই তিনটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের বিষয়টি সত্যতা পান। পরে আলমস ক্যাফের ম্যানেজার আহাম্মেদ কবির শিশির ও অপুর্ব ডাইংয়ের মালিক আব্দুর রহিমকে আটক করা হয়। পরে আলমস ক্যাফে রেস্টুরেন্টকে ২৫ হাজার ও অপুর্ব ডাইং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রিলেক্স মশার কয়েল কারখানা কাউকে না পেয়ে গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।