নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে অজ্ঞান ও মলম পার্টির ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস চেতনাশক ট্যাবলেট, চেতনাশক বাম মলম ও মরিচের গুড়া জব্দ করা হয়। মঙ্গলবার (৪ জুন) ভোরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আলেপ উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে র্যাব-১১ এর একটি আভিযানিক দল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, মো.লিটন (৩৮), মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩৪), মো.ঈমান আলী (৩৪) এবং মো. সোহেল (২২)।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) জানান, ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাত্রীদের/রাস্তায় চলাচলরত সাধারণ মানুষকে এবং বাস, অটোরিক্সা, (সিএনজি) ইত্যাদি যাত্রাবাহী পরিবহনে যাত্রী সেজে চেতনানাশক ট্যাবলেট জুস, পানি, চা, ডাবের পানি ও শরবতসহ বিভিন্ন খাবারে মিশিয়ে সাধারণ যাত্রীদের সেবন করাত। পরে সু-কৌশলে উক্ত চেতনাশক প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নেয়া হত।
সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরধারির প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে তারাবো এলাকা থেকে ঈদে ঘরমুখী যাত্রীদের অজ্ঞান করার সময় এই অজ্ঞান মলম পার্টির সদস্যদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।