নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পাঁচ দিন নিখোঁজের পর বুধবার বিকেলে উপজেলার কান্দাপাড়া এলাকার রাস্তার পাশে একটি ঝোপ থেকে ওসমান গণির লাশ উদ্ধার করে পুলিশ। ওসমান গণি তারাবো পৌরসভার ঐরাবো এলাকার আবুল হাসেমের ছেলে। বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত ওই যুবকের লাশের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, স্ত্রী খুশি ও চার বছরের মেয়ে উর্মীকে নিয়ে উপজেলার দক্ষিন মাসাবো এলাকায় বসবাস করতো। উপজেলার কান্দাপাড়া এলাকায় রাস্তার পাশে একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওসমান গনির লাশ উদ্ধার করে করা হয়। কে বা কারা তাকে হত্যা করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।