রূপগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জনের মধ্যে দুজন মারা গেছেন। মঙ্গলবার ভোরে বড় ভাই মো. সোহেল (২০) এবং সকালের দিকে মো. ইসমাইল (১১) মারা যায়। দুজনই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

গত শুক্রবার রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার একটি বাড়িতে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের ৬ জন সদস্য দগ্ধ হয়েছিলেন৷

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সোহেলের শরীরের ৭০ শতাংশ এবং ইসমাইলের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ অপর চারজন হলেন মোহাম্মদ বাবুল (৪০), তাঁর স্ত্রী সেলিনা খাতুন (৩৫), বাবুলের স্বজন মুন্নি খাতুন (১৮) ও তাসলিমা খাতুন (৯)।

চিকিৎসক তরিকুল ইসলাম আরও বলেন, অগ্নিদগ্ধ বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তাঁর স্ত্রীর ৩০ শতাংশ, মুন্নির ২০ শতাংশ এবং তাসলিমার ৬৩ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ রোগীদের কেউই আশঙ্কামুক্ত নন বলেও জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত