রূপগঞ্জের সহিতুন্নেছা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাশ অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (গোলাম মোস্তফা সাগর) : রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নারী শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিল্প সংস্কৃতিক ও জীবন জীবিকা ব্যবহারিক বিষয়ে ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬নভেম্বর মঙ্গলবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী এ ক্লাশে অংশ নেয়। স্কুল ছুটির পর আয়োজিত ব্যবহারিক বিষয়ের ক্লাশের কর্মসূচি হিসেবে ছিল দুপুরে খাবার, কেক কাটা, শ্রেণিকক্ষ সাজানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমিন মিয়া, মোঃ মোহসিন মিয়া, মোঃ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাবিবুল্লাহ বাহার, শাকিল খন, শাহজালাল গাজী, রাসেল মিয়া, আলী আকবর সরকার, মোহাম্মদ আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, মোঃ নুরনবী, শিক্ষিকা সাধনা রানী সরকার, আরিফা
সুলতানা, হাসিনা আক্তার, হাজেরা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, রেজওয়ানা সিকদার সাথী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

add-content

আরও খবর

পঠিত