রূপগঞ্জের ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, এসএম রোবেল মাহমুদ ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। ২৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান।

বিতরণী সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বেগম মাহফুজা আক্তার, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাহ জাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহম্মদ মতিয়ুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল ইউপি সদস্য আলম হোসেন, রেহেনা আক্তার, লাভলী আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুজিববর্ষের অঙ্গীকার, সেবা পাবে সকল ভোটার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ, পাসপোর্ট তৈরি, বিদেশ ভ্রমণ, চাকুরি গ্রহণ, চিকিৎসা ও করোনার ভ্যাকসিন গ্রহণ সহ সকল নাগরিক সেবা পেতে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। পরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত