নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর এলাকায় রাজউকের অনুমোদন না নিয়ে গড়ে উঠা পূর্বাচল মেরিন সিটি নামক আবাসন কোম্পানীতে অভিযান চালিয়েছে রাউজক কর্তৃপক্ষ। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
রাউজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পূর্বাচল উপশহর প্রকল্প এলাকার পাশে রাজউকের কোন অনুমতি না নিয়ে সম্পূর্ন অবৈধভাবে পূর্বাচল মেরিন সিটি নামক আবাসন কোম্পানী গড়ে তোলা হয়েছে। এতে করে প্রকল্প এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ কারনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে সেই আবাসন কোম্পানীতে অভিযান চালায়। এ সময় মেরিন সিটির আবাসন কোম্পানীর প্রধান ফটকসহ পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় রাউজক।
এ ব্যাপারে মেরিন সিটির চেয়ারম্যান কুদরাত-ই-খুদা বলেন, আমাদের নিকট জেলা প্রশাসকের অনুমতি ছাড়াও পরিবেশ ছাড়পত্র এবং স্থানীয় পরিষদের অনাপত্তিপত্র রয়েছে। তাছাড়া আমরা রাউজকের নিবন্ধিত প্রতিষ্ঠান। ড্যাব বাস্তবায়নের গেজেট প্রকাশিত না হওয়ায় আমরা রাউজকের অনুমতি পাইনি তবে তারা প্রাথমিক ছাড়পত্র দিয়েছে আমাদের। রাজউক কতৃপক্ষ অভিযানের আগাম নোটিশ না দিয়ে প্রকল্পে অভিযান চালিয়ে আমাদের ক্ষতিগ্রস্থ করেছেন। এটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে।