নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চাষাঢ়া রেল স্টেশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে নিহত রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলায় গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামী শরীফ (২০) কে ৫ই জুলাই সোমবার দুপুরে জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কাউছার আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান।
এর আগে পুলিশ ৪ঠা জুলাই রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে শহরের কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ গ্রেফতারকৃত শরীফ ফতুল্লা থানার ইসদাইর রেল লাইন বস্তির জিয়ার পুত্র বলে জানা যায়। এর আগে পুলিশ এই একই মামলায় এজাহারনামীয় ৬ জন সম্রাট, সেলিম, আলী, রাকিব ওরফে টাইগার শিমুল, বিজয় এবং সন্দেহভাজন ৩ জন সহ মোট ৯ জনকে গ্রেফতার করে। এ নিয়ে রুবেল হত্যা মামলায় এজাহারনামীয় ৭ জন ও সন্দেহভাজন ৩জন সহ মোট ১০জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, নিহত রুবেল ২৮ই জুন সোমবার সন্ধ্যায় জামতলা ধোপাপট্টিস্থ ভাড়া বাসা থেকে পূর্ব পরিচিত রনির সাথে ঘুরতে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে ইসদাইর বাজার সংলগ্ন জয়যাত্রা ক্লাবের সামনে স্থানীয় দুটি শামীম-জুয়েলের গ্রুপের সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় নিহত রুবেল উভয় গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যায়। এতে নিহত হয় রাজমিস্ত্রী রুবেল এবং সোহাগ সহ অপর একজন আহত হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৯ই জুন মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম জানায়, রবিবার রাতে মামলার এজাহারনামীয় ১৮ নাম্বার আসামী শরীফ কে কলেজ রোড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। ইতিপূর্বে রুবেল হত্যা মামলায় আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।