রুপালী ব্যাংক লিঃ এর অর্থায়নে কম্বল বিতরন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : রুপালী ব্যাংক লি: এর অর্থায়নে আড়াইহাজারের ছোট বিনাইরচর ইমদাদুল উলুম ফয়জিয়া মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরন করা হয়। অসহায় গরীব, মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে কম্বল বিতরন করা হয়। শীতার্ত মানুষের শীতের কষ্ট লাগব করাই এই কর্মসূচীর উদ্যেশে বলে মনে করেন রুপালী ব্যাংক লি: পরিচালক জানাব মো. আ. বাছেত খান। তিনি আরো বলেন, এ কর্মসুচি এবারই আমার এলাকায় প্রথম শুরু করেছি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে আশা করি।

প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি। প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, মো. আ. বাছেত খান অত্যান্ত ভাল লোক তার প্রচেষ্টায় আজ রুপালী ব্যাংকের মাধ্যমে দরিদ্র মানুষ শীত থেকে বাঁচতে কম্বল দিয়ে শীত নিবারন করতে পারবে। মো. আ. বাছেত খান ও তার পরিবারের  সকলের জন্য দোয়া চান সাংসদ। এ ধারাবাহিকতা অব্যহত রাখত্বে নজরুল ইসলাম বাবু বলেন, আমি আপনাদের পাশে আছি এবং পাশে থেকে কাজ করতে চাই।

add-content

আরও খবর

পঠিত