নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রুপগঞ্জ উপজেলাকে ১-০ গোলের সুস্পষ্ট ব্যবধানে কুপোকাত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করল বন্দর উপজেলা। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার ওসমানী স্টেডিয়ামে এ সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা ফুটবল দলের পক্ষে ৫০ মিনিটের মাথায় একমাত্র জয়সূচক গোলটি করেন চৌকশ খেলোয়ার তপু। জয়ের সুবাদে বন্দর উপজেলা ফুটবল দল আগামী ৩১ জুলাই মঙ্গলবার বিকেলে সদর উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে।
এদিকে বৃহস্পতিবারের সেমিফাইনাল ম্যাচে সাফল্যের সাথে জয়লাভ করায় বন্দর উপজেলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী ।