রুপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা রামদা দিয়ে সুমন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে মুড়াপাড়া নগড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। সুমন হত্যাকান্ডের ঘটনায় জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। নিহত সুমন মিয়া মুড়াপাড়া নগড় এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মুড়াপাড়া এলাকায় মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে  নগড় এলাকার সন্ত্রাসী সজল, তুষার, সাদ্দাম, রবিন, কবিরের সঙ্গে সুমন মিয়ার বিরোধ চলে আসছিলো। আর ঐ বিরোধের জের ধরেই বৃহস্পতিবার দুপুরের দিকে সজল, তুষার, সাদ্দাম, রবিন, কবির, বাসুসহ সুমনের মুরগী ও মাছের খামারের সামনে রামদাসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সুমনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সুমনকে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা সুমনের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে।

নিহত সুমনের ফুফু আছমা বেগম জানান, সুমনের উপর অতর্কিত হামলা করলে তার ছেলে ফালান মিয়া বাঁচাতে এগিয়ে গেলে ফালানের উপর হামলা করে সন্ত্রাসীরা। এসময় ফালান দৌড়ে পালিয়ে প্রানে বেঁচে যায়। এ ঘটনার পর মুড়াপাড়াসহ আশ-পাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

সুমন হত্যাকান্ডের ঘটনায় জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম মুড়াপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, আমি সবে মাত্র যোগদান করেছি। হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত