রুপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাতা ) : রুপগঞ্জে সিটি অয়েল মিলে ক্রেনের তাঁর ছিড়ে জুয়েল (২৪) ও তুষার (২৩) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগষ্ট ) সকাল ১১ টায় কাজ করার সময় দূর্ঘটনার শিকার হন এই দুই শ্রমিক। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সাজাউল হক জানান, বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে সিটি গ্রুপের একটি নির্মানাধীন ভবনে কনস্ট্রাশনের কাজ করছিলো কয়েকজন শ্রমিক।

এসময় হঠাৎ ভবনের উপরে কাজ করার সময় ক্রেন ছিড়ে মাটিতে পড়ে গুরুত্বর আহত হয় ওই দুই শ্রমিক। পরে শ্রমিকরা মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃৃত ষোষনা করেন। নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, সকালে সিটি গ্রুপের বর্ধিত অংশের স্টিলের তৈরী স্ট্যাকচার নির্মানের কাজ করছিলেন জুয়েল ও তুষার।

তারা ক্রেনের সাহায্যে লোহার মালামাল ওপরে ওঠিয়ে নিচে নামার সময় ক্রেনের হুক ছিঁড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

add-content

আরও খবর

পঠিত