রাস্তা নাজেহাল হলে আমার কি-মেয়র আইভী

নারায়নগঞ্জ বার্তা ২৪ : এলাকার উন্নয়ন করার সপ্ন নিয়ে নির্বাচন করেছি এলাকাবাসী আমাকে ভালোবেসে নির্বাচনে জয়ী করেছে তার বিনিময়ে আমি এলাকাবাসীকে কিছুই দিতে পারিনি। সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছি শুধু দালালি করতে পারিনা বলে। ওসমান পরিবারে রাজনীতি ছারতে পারিনা তাই নিজের স্বার্থ হাসিলের ফলে জনগনের সাথে প্রতারনা করে কারো দালালী করার শিক্ষা আমি পাইনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ছেড়ে সুবিধাবাদী রাজনীতি করার শিক্ষা আমি পাইনি। এমন বেদনা মূখর সুরেই ব্যক্ত করলেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান। তিনি নারায়নগঞ্জ বার্তা ২৪ কে আরো জানায় নির্বাচনে বিজয় হবার পর থেকে সিটি কর্পোরেশনের মেয়র ডা:সেলিনা হায়াৎ আইভীর সাথে আমার খটকা লেগে আছে তার কথার সাথে আমার কথার মিল হয়না কারন আমি ওসমান পরিবারে রাজনীতি করি সে সুবিধা বাদি রাজনিতি করে নিজের স্বার্থ হাসিলের জন্য সে জামাত বিএনপির সাথে মিলিত হতে পারে। জনগনের চোখে ধুলা দিয়ে লামছাম কাজ করে জেতে চায় আমি তার বিরোধীতা করি তাই আমি তার কাছে ভালো না। আমার ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ন সড়ক কবর স্থান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে কবর স্থান, স্বলপেরচক, টানপাড়া ও নামাপাড়া এলাকার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায়ই রিকশা-অটোরিকশা উল্টে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারন জনগন। সরজমিনে গিয়ে দেখা যায় বৃষ্টি নেই তবু রাস্তায় হাটু পানি জমে আছে এবরোখেবরো আর খানাখন্দে নাজেহাল অবস্থা বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বিদ্যালয়-মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং মসজিদ-মাদ্রাসা ও কবর স্থানে আসা মুসুল্লি ও স্বজনদের রাস্তার পাশেই দোকানদার রিপন, লিটন, রাসেল, মোবারক, রসিদ ও সবুজ নারায়নগঞ্জ বার্তা ২৪ কে জানায় নির্বাচনের আগে মেয়র আইভী এসে বলেছিলো নির্বাচনে জয়ী হলে সর্ব প্রথম আপনাদের এই রাস্তা, ড্রেন সহ করে দিবো চার বছর পার হয়ে গেছে বাস্তবায়ন হয়নি। এ ব্যাপারে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা:সেলিনা হায়াৎ আইভীর সাথে কথা বললে নারায়নগঞ্জ বার্তা ২৪ কে জানায় নির্বাচনের আগে আমি কোথাও কোন কথা দেইনি। আর রাস্তার আবস্থা নাজেহাল হলে আমার কি। আরো নাজেহাল অবস্থা হোক আমি কিছু করতে পারবো না।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত