নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ঢাকা ডেস্ক) : বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর রহমানের সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বিকালে নতুন দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আকুল কালাম আজাদ।
তিনি বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নতুন হাইকমিশনারকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়াতে কাজ করার আহ্বান জানান। সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
এছাড়া বাংলাদেশ থেকে সিঙ্গপুরে আরও জনশক্তি পাঠানোর ব্যাপারে পদক্ষেপ নিতেও হাইকমিশনারকে আহ্বান জানান আবদুল হামিদ।
মুস্তাফিজুর রহমান রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, তিনি দুই দেশের সম্পর্ক জোরদার করতে কাজ করবেন। পরে ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল, ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এর ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। অফিসার্স ক্লাবের প্রধান পৃষ্টপোষক আবদুল হামিদ ক্লাবকে শিক্ষা ও বিনোদেনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।