রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ খারিজ : জামায়াতের হরতালে প্রভাব পড়েনি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ২৮ বছর পূর্বে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ২৮ র্মাচ সোমবার বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক ও সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এদিকে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জে কোনো প্রভাব পড়েনি। সোমবার ২৮ মার্চ সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে শহরের সকল সড়কগুলোতে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে স্কুল কলেজ, অফিস আদালত গুলোও র্পূবের ন্যায় ব্যাস্তমূখর।

অপরদিকে হরতালকে কেন্দ্র করে যেকোন নাশকতামূলক কর্মকান্ড এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়ন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হরতালের ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে আগেই বলা হয়েছে যেকোনো নাশকতা কঠোর হাতে দমন করা হবে, এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, ১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সংবিধানে ২ (ক) অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে। তখন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে রাষ্ট্রধর্মের ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন দেশের ১৫ জন বরেণ্য ব্যক্তি। তাঁদের মধ্যে ১০ জন মারা গেছেন। তাঁরা হলেন সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য, বিচারপতি কে এম সোবহান, কবি সুফিয়া কামাল, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ, অধ্যাপক কবীর চৌধুরী, শিল্পী কলিম শরাফী, অধ্যাপক মোশাররফ হোসেন ও সাংবাদিক ফয়েজ আহমদ।

আবেদনকারীদের মধ্যে এখন জীবিত পাঁচজন হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সেক্টর কমান্ডার সি আর দত্ত, বদরুদ্দীন উমর, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও অধ্যাপক আনিসুজ্জামান। রিট আবেদনের ২৩ বছর পর ২০১১ সালের ৮ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন। ওই দিনই অ্যামিকাস কিউরি হিসেবে ১৪ জন জ্যেষ্ঠ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন ড. এম জহির ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মারা গেছেন। বাকি ১২ জন হলেন টি এইচ খান, ড. কামাল হোসেন, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, এ এফ হাসান আরিফ, রোকনউদ্দিন মাহমুদ, আখতার ইমাম, ফিদা এম কামাল, আজমালুল হোসেন কিউসি, আবদুল মতিন খসরু, ইউসুফ হোসেন হুমায়ুন ও আফম মেজবাহ উদ্দিন। রুল জারির প্রায় পাঁচ বছর পর চলতি বছরের ৮ মার্চ এই রুল শুনানির জন্য আদালতে উঠে। ঐদিন আদালত অ্যামিকাস কিউরিদের বাদ দিয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

add-content

2,238 thoughts on “রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ খারিজ : জামায়াতের হরতালে প্রভাব পড়েনি

  1. Thank you for the good writeup. It if truth be told used to be a enjoyment account it.
    Look complicated to more delivered agreeable from you!

    By the way, how can we be in contact?

    Also visit my web site :: trucking accident settlement (Rachael)

  2. Double Glazing Companies Near Me Techniques To Simplify
    Your Daily Life Double Glazing Companies Near
    Me Technique Every Person Needs To Know double Glazing companies near me (peatix.com)

  3. You’ll Never Be Able To Figure Out This Double Glazed
    Windows Repair Near Me’s Secrets double glazed windows repair;
    Lisa,

  4. Guide To 18 Wheeler Accident Attorney: The Intermediate Guide In 18 Wheeler Accident Attorney
    18 wheeler accident attorney (Will)

  5. 10 Things You Learned In Kindergarden They’ll Help You Understand Slot Demo Gratis Pragmatic Play No Deposit
    slot demo bandito (Rubye)

  6. Window Repair Near Me Techniques To Simplify Your Everyday
    Lifethe Only Window Repair Near Me Trick That Should Be Used By Everyone
    Be Able To window repair near me (Clayton)

  7. When choosing an asbestos litigation (Sol) lawyer to represent you, it is ideal to select
    a lawyer who is specialized in mesothelioma and has experience in handling national cases.

  8. Fridge Freezer American Techniques To Simplify Your Everyday Lifethe Only Fridge Freezer American Trick That Every Person Must Learn large american style fridge freezers, Renato,

  9. Upvc Windows Near Me Techniques To Simplify Your Everyday Lifethe Only Upvc Windows Near Me Trick
    That Everybody Should Know upvc windows near me (Nolan)

  10. Pericardial mesothelioma is a rare form of mesothelioma, which is found in the heart’s lining (pericardium).
    This type of mesothelioma generally produces symptoms
    such as chest pain or fatigue that may mimic other health conditions.

    Look at my web-site: asbestos legal

  11. Walking Machine Desk Tools To Improve Your Everyday Lifethe Only Walking
    Machine Desk Trick That Should Be Used By Everyone Be
    Able To walking machine desk (Floy)

  12. Contrary to the pleural type of mesothelioma,
    which affects the lining of the chest cavity as well as lungs,
    peritoneal mesothelioma develops within the tissue that lines the abdomen. This rare form
    of cancer is connected to asbestos exposure.

  13. Asbestos-related victims may suffer from mesothelioma or lung cancer.
    These conditions can not be detected for years.
    A skilled New York asbestos lawyer
    could help those suffering from this devastating disease receive compensation for their losses.

  14. Retro Small Fridge Freezer Tools To Ease Your Everyday Lifethe Only Retro Small Fridge Freezer Technique Every Person Needs To Be Able To retro
    small fridge freezer, Amber,

  15. If you or a loved one has been diagnosed with an asbestos-related condition you might be able to file
    an Asbestos Law lawsuit.
    A mesothelioma lawyer who is experienced can help you understand your options and assist you to
    start the process.

  16. The lawyers will review the complete medical record of the patient in a mesothelioma lawsuit.

    These records will contain a victim’s results from tests and
    a diagnosis, which is usually confirmed by laboratory tests like an X-ray CT scan or MRI.

    Feel free to surf to my web page – asbestos Claim

  17. Best Automatic Folding Mobility Scooter Uk Tips To Relax Your Daily Life
    Best Automatic Folding Mobility Scooter Uk Trick That Should Be Used By Everyone Be Able To best automatic folding mobility scooter (Adalberto)

  18. For Sale: Database of Casino Players in Europe

    Are you looking for a way to expand your customer base and increase your business revenue? We have a unique offer for you! We are selling an extensive database of casino players from Europe that will help you attract new clients and improve your marketing strategies.

    What does the database include?

    • Information on thousands of active casino players, including their preferences, gaming habits, and contact details.

    • Data on visit frequency and betting amounts.

    • The ability to segment by various criteria for more precise targeting.

    The total database contains 2 million players. Data is from 2023. The database is active, and no mailings have been conducted yet.

    The price for the entire database is 5000 USDT.

    The price for 1 GEO is 700 USDT.

    Tier 1 countries.

    For any details, please contact me:

    Telegram: https://t.me/Cybermoney77

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত