রাশিয়া বিশ্বকাপে বাংলাদেশের প্রতিযোগীতা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : রাশিয়ায় ১৪ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ এর লড়াই। তাই নারায়ণগঞ্জে শুরু হয়ে গেছে খেলার মাঠের বাইরের উত্তেজনা। নগরীতের বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের পতাকা ও জার্সি। একই সঙ্গে পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জি কারীগররা। ফুসরত পাচ্ছে না জার্সি বিক্রেতারাও।

শহরে ঘুরে দেখা যায় চাষাড়া শহিদ মিনারের সামনে জাতীয় পতাকা সহ বিভিন্ন দেশের পতাকা নিয়ে দাড়িয়ে আছে রিপন নামে এক বিক্রেতা। বাম কাঁধে একটি বাশের লাঠি তার উপর থেকে নিচ পর্যন্ত ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পতাকা বাতাসে উড়ছে। ক্রেতারাও এসব পতাকা কিনতে ভিড় জমাচ্ছে।

পারভেজ নামে এক ক্রেতা বলেন, আমি একজন আর্জেন্টিনা দলের সর্মথক। মেরাডোনা, মেসি, তেবেজ, ডি মারিয়া, হিগুয়েন এদের খেলায় মুগ্ধ হয়েই এ দলকে সমর্থন করি। এ থেকেই এই দলের প্রতি একটা ভালবাসা কাজ করে।  তাই দলকে ভালাবাসার টানে একটি পতাকা কিনেছি। জার্সি কিনেছি, এছাড়াও বিশাল ব্যানার বানানো হয়েছে এটি আমার এলাকায় লাগানো হবে।

ব্রাজিলের সর্মথক নাঈম নামে এক ক্রেতা বলেন, আমরা এইবার বিশ্বকাপ নিবো। এই আশায় পতাকা কিনেছি, ব্যানার বানিয়েছি। আমাদের দল এবার ভালো খেলবে।

এদিকে রাশিয়ায় আয়োজিত ফিফা বিশ্বকাপকে নিয়ে সারাবিশ্বের মত উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। খেলাটি উপলক্ষে ফুটবল প্রেমীদের মাঝে কাজ করছে ব্যপক উৎসাহ। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সড়কের আশেপাশে থেকে শুরু করে ফেসবুকে যেন বিশ্বকাপের জয়গান। নানা পতাকা ও জার্সি বেচাঁকেনায় চলছে প্রতিযোগীতা। এছাড়াও পাড়া মহল্লায় বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিলের সর্মথকদের ফেস্টুন ব্যানার লক্ষ করা যাচ্ছে। বাসা থেকে শুরু করে দোকান, অফিসসহ বাদ যায়নি বাড়ির ছাদও। সব জায়গায়ই যেন পছন্দের দলের নিশান উড়ছে। আর এমন অবস্থায় রাশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও প্রতিযোগীতাটা যেন বাংলাদেশেই এমন মন্তব্য অনেকের।

জানা গেছে, রাশিয়া বিশ্বকাপের ৩২টি দল নির্ধারণ হয়ে গেছে। আগামী ১৪ জনু মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ক্রীড়া প্রদর্শনীর। আর ১৫ জুলাই একই ভেন্যুতে ফাইনালের মাধ্যমে পরবর্তী চার বছরের বিশ্বসেরা দেশের হাতে উঠবে বহুল কাক্সিক্ষত ট্রফিটি।

add-content

আরও খবর

পঠিত