রাত পোহালেই নির্বাচন, নগরী এখন ফাঁকা

নারায়ণগঞ্জ বার্তা (  সৈয়দ রিফাত আল রহমান ) : রাত পোহালেই ৩০ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন । বিরতহীন ভাবে ভোট গ্রহন শুরু হবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। গত ২৮ ডিসেম্বর শুক্রবার ৩০ তারিখ পর্যন্ত সরকারি ছুটি থাকায় অনেকেই টানা তিন দিনের ছুটি পেয়ে পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন।

এ কারণে ঈদের সময় নারায়ণগঞ্জ যে রকম ফাঁকা হয়ে যায়, অনেকটা সেই চিত্রই এখন নগরীর চিত্র পাওয়া গেছে। প্রচণ্ড কর্মব্যস্ত নরায়ণগঞ্জ এখন প্রায় ফাঁকা, নগরীর রাজপথে মানুষের আনাগোনা কমে গেছে। শনিবাার রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়া চত্বরসহ বিভিন্ন গুরুত্ব পয়েন্টে গাড়ী চলাচল ও মানুষের চলাচল খুবই কম দেখা যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে আজ শনিবার রাত ১১টা থেকে সারা দেশে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাত ৮টার পরই গাড়ি বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা।

প্রসঙ্গত, কয়েকটি উপজেলার সমন্বয়ে ৫টি আসনে বিভক্ত নারায়ণগঞ্জের সংসদিয় আসন। এই জেলার ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ২৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৪ হাজার ৩৯ জন ও নারী ভোটার ১০ লাখ ১৯৪ জন। নারায়ণগঞ্জের পাচঁটি সংসদীয় আসনের জয় পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে তরুণ ভোটাররা। গত পাঁচ বছরে এই জেলায় নতুন ভোটার হয়েছেন প্রায় ২ লাখ ৪৩ হাজার। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন কৌশলে কাছে টানতে চাইছেন তাদের। তবে তরুণ ভোটাররা বলছেন- যারা এলাকার উন্নয়ন করতে পারবে, মাদক, জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বিরুদ্ধে থাকবেন ও নারী নির্যাতন প্রতিরোধ করবে এমন প্রার্থীকেই বেছে নেবেনে তারা। এবার পাঁচটি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ২ লাখ ৪২ হাজার ৯৩৯ জন। ভোট কেন্দ্র বেড়েছে ৭৮টি। নতুন ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ৪৫৯ জন ও নারী ১ লাখ ২২ হাজার ৪৮০ জন।

আর প্রতীক বরাদ্দ অনুযায়ী আসন্ন নির্বাচনে এই আসনগুলোতে ভোট যুদ্ধে লড়াই করবেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ৫ প্রার্থী লড়বেন ধানের শীষ প্রতীকে, ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ৩ প্রার্থী লড়বেন নৌকা প্রতীকে, মহাজোটের হয়ে জাতীয় পার্টির ২ প্রার্থী লড়বেন লাঙ্গল প্রতীকে। এছাড়াও রয়েছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীগণ।

add-content

আরও খবর

পঠিত