নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরে অগ্নিকান্ডে অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স৷ রোববার রাত সোয়া এগারোটার দিকে সিরাজউদ্দোল্লা রোডের পাশে কালিরবাজার স্বর্ণপট্টি এলাকার ১ নম্বর গলির মসলাপট্টিতে আগুন লাগে৷
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে সাড়ে এগারোটার দিকে পাঁচটি ইউনিট আগুন নির্বাপন শুরু করে৷ রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷ আগুন পুরোপুরি নেভে ভোর সাড়ে তিনটায়৷
রাতে দোকানপাট বন্ধ থাকা অবস্থায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত৷ দোকানগুলো লাগোয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ আগুনে পাক, সেমিপাকা মসলা, হার্ডওয়্যার ও স্টেশনারিসহ অন্তত ৪০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকা একজন দমকল কর্মী ধোয়ার কারনে আহত হয়েছেন৷ তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানান ফখরউদ্দিন।