নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : রাতুল মোটরস এর আয়োজনে টিভিএস মোটর সাইকেলের ফ্রি সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি শনিবার মাসদাইর গোরস্থান সংলগ্ন রাতুল মোটরস শোরুমে ২দিন ব্যাপি এ আয়োজন করা হয়। আয়োজিত ফ্রি সাভিস ক্যাম্পটিকে ঘিরে প্রথম দিনেই শোরুমটিতে ছিলো উপচে পড়া ভীড়। সার্ভিসিং পরিচালনায় রয়েছে টিভিএস এর ৫ জন দক্ষ মেকানিক। দিনব্যপী প্রায় দুই শতাধিক টিভিএস এর মোটর সাইকেলের ফ্রি সার্ভিস দেয়া হয়েছে।
এ ব্যপারে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী শেখ মো.ফারুক বলেন, টিভিএস কোম্পানির পৃষ্টপোষকতায় সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ফ্রি সার্ভিসিং আমরা সন্ধ্যা ৭ টা পর্যন্ত দিচ্ছি। এই ফ্রি সার্ভিসিং শুধুমাত্র টিভিএস গ্রাহকদের জন্য প্রযোজ্য। সার্ভিস শেষে তাদের জন্য রয়েছে আকর্ষনীয় উপহার। তারা পাচ্ছেন নতুন বছরের একটি করে ক্যালেন্ডার ও দুইটি চাবি রিং। এছাড়াও টিভিএস মোটর সাইকেল গ্রাহকদের ওয়ারেন্টি আওতাভুক্তদেরকে পার্টসও ফ্রিতে দেয়া হচ্ছে। আর যারা আওতাধীন নয় তারা পার্টস কিনে দিলে, আমরা ফ্রিতে সার্ভিস দিচ্ছি। এই সুবিধা ২০ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পাবেন রাতুল মোটরস শোরুমে।